আইনি বিপাকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং ভারতের বর্তমান ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। অতি সম্প্রতি অনলাইন ফ্যান্টাসি অ্যাপে টাকা খুইয়ে আত্মহত্যা করে একাধিক যুবক। সেই সূত্রেই একটি মামলা দায়ের হয় মাদ্রাজ হাইকোর্টে। সেই মামলা সূত্রেই নোটিশ গেলো গাঙ্গুলী-কোহলিদের কাছে। সৌরভ-কোহলি-ধোনি সহ বহু খেলোয়াড় এই জাতীয় অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেন। সাথে আছেন অনেক অভিনেতাও।
দায়ের হওয়া মামলার স্বার্থে কোহলি, সৌরভ এবং অভিনেতাদের মধ্যে প্রকাশ রাজ, তামান্না ভাটিয়া, রানা ও সুদীপ খানকে নোটিশ পাঠিয়েছে বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি বি পুগালেন্ধিকে নিয়ে গঠিত মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। সকলের বিরুদ্ধেই অনলাইন গেমিং অ্যাপের প্রচারে অংশ নেওয়ার অভিযোগ। একইসাথে নোটিশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট অ্যাপগুলিকেও। ১৯ নভেম্বরের মধ্যে এই নোটিশের উত্তর চেয়েছে মাদ্রাজ হাইকোর্ট।