বাজারে অগ্নিমূল্য ও করোনাকালীন চাকরির দুরবস্থার মাঝেই একই মাসে দুবার বাড়ল রান্নার গ্যাসের দাম। ডিসেম্বরের শুরুতেই ৫০ টাকা বেড়েছে এবং এখন আরো ৫০ টাকা বৃদ্ধি পেয়ে দু দফায় মোট ১০০টাকা বাড়ল।
ডিসেম্বরের শুরুতেই কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ৫৫.৫০ টাকা বাড়লেও, ১৪.২ কেজির ভর্তুকিহীন গ্যাস একই অর্থাৎ ৬২০.৫০ টাকাই থাকবে, এমনটাই জানায় সংস্থাগুলি। কিন্তু ডিস্ট্রিবিউটাররা বেঁকে বসেন ও ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম করেন ৬৭০.৫০ টাকা। এর পরেও তাদের প্রাপ্য ভর্তুকি বাড়ায়নি কেন্দ্র, এই অভিযোগে সহসাই দ্বিতীয়বার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল সংস্থাগুলি। এবার ১৪.২ কেজির জন্য দাম ৫০টাকা বেড়ে হল ৭২০.৫০ টাকা। এছাড়া ১৯ কেজির জন্যও ৩৬ টাকা বেড়েছে। এখন গ্রাহকদের ভর্তুকি আদৌ কেন্দ্র বাড়াবে কিনা সেই নিয়ে চিন্তার ভাঁজ আমজনতার কপালে।