কোভিডের (Covid-19) দ্বিতীয় ঢেউ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বাংলায়। ধীরে ধীরে দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে। পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। করোনা ঠেকাতে রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্য জুড়ে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করেছেন। চলতি সপ্তাহে সেই বিধি-নিষেধ উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যা রাজ্য সরকার খুব শীঘ্রই তা ঘোষণা করবেন বলে সূত্রের খবর। এমন অবস্থায় লোকাল ট্রেন ( Local Train) নিয়ে পদক্ষেপ করল পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল।
এই মুহূর্তে যাত্রী সাধারণের কাছে বড় জিজ্ঞাস্য লোকাল ট্রেন নিয়ে। কবে চলবে লোকাল ট্রেন সে নিয়ে প্রশ্নের শেষ নেই। জানা যাচ্ছে, লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়ে ইতিমধ্যেই পরিবহণ সচিবকে চিঠি দিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। যদিও রাজ্য সরকারের তরফে কোন সবুজ সংকেত মেলেনি বলে সূত্রের খবর। রেলের তরফে জানানো হয়েছে, যে স্পেশাল ট্রেন গুলি চলছে সেগুলোতে তুলনামূলক ভাবে ভিড় হচ্ছে। বিশেষ করে শিয়ালদহ শাখার দক্ষিণ অংশে ভিড় মাত্রাতিরিক্ত। এই পরিস্থিতি সামাল দিতে গেলে শীঘ্রই লোকাল ট্রেন চালানো উচিত বলে মনে করছেন একাংশ।
রেল দফতর সূত্রে খবর, লোকাল ট্রেন চালানোর সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে রেল দফতর। যদিও রাজ্য সরকারের সবুজ সঙ্কেত ছাড়া লোকাল ট্রেন চালানো সম্ভব নয় বলছেন একাংশ। পাশাপাশি মেট্রো রেল চালুর বিষয়েও জানা গেছে, মেট্রো চালুর বিষয়ে সব ধরণের ব্যবস্থা নেওয়া রয়েছে। তবে মেট্রো চালুর বিষয়ে রাজ্য সরকার শেষ কথা বলবে।