করোনার (Covid-19) নয়া বিধি-নিষেধের জেরে বিপাকে অসংখ্য মানুষ। এরমধ্যেই লোকাল ট্রেন (Local Train) পরিষেবায় বিপত্তির জেরে সমস্যায় পড়েছেন আমজনতা। বাধ্য হয়ে অবরোধের রাস্তা ধরলেন সাধারণ মানুষ। বুধবার সকাল সকাল শিয়ালদহ (Sealdah) শাখার বিভিন্ন জায়গায় সকালের ট্রেন বাতিল থাকায় অবরোধ করলেন সাধারণ মানুষ। শিয়ালদহ দক্ষিণের ক্যানিং শাখার তালদি স্টেশনে সকাল থেকেই দফায় দফায় অবরোধ করলেন আমজনতা।
অবরোধের কারণ কী? সূত্রের খবর, সকালে পরপর দু'টি ট্রেন বাতিল। সকালের প্রথম এবং দ্বিতীয় ট্রেন বাতিল থাকায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এমনিতেই সকালের এই ট্রেনগুলিতে অসংখ্য মানুষ কলকাতায় আসেন। প্রায় অধিকাংশই নিত্যযাত্রী। অনেকের নানান ব্যবসা কিংবা অনেকেই দিনমজুরির কাজ করতে আসেন। এমন অবস্থায় সকালের প্রথম দু'টি ট্রেন বাতিল থাকায় সমস্যায় পড়েছেন অসংখ্য মানুষ। উত্তেজিত জনতা ক্যানিং শাখার তালদি স্টেশনে লাইনের উপর বসে পড়েন। অনেকেই প্রতীকী প্রতিবাদ শুরু করেন। লাইনের উপর বসেই সব্জি, ফুল-সহ অন্যান্য দ্রব্য বিক্রি শুরু করে দেন। কেবল তালদি নয়, বেদবেড়িয়া স্টেশনেও এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে।
এমনিতেই করোনা পরিস্থিতি ভয়াবহ। যার জেরে বিভিন্ন ক্ষেত্রে বিধি-নিষেধ জারি হয়েছে। করোনা সংক্রমণ রুখতে নানা ব্যবস্থা নিয়েছে সরকার। যার প্রভাব লোকাল ট্রেনের উপরেও পড়েছে। এমনভাবে চলতে থাকলে গতবারের মতো অসংখ্য মানুষ যে বিপদে পড়বেন, তা বলাই বাহুল্য। ক্যানিং শাখায় পরপর দু'টি ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অসংখ্য মানুষ। কেবল ক্যানিং নয়, শিয়ালদহ উত্তর শাখার শিয়ালদহ ও বনগাঁ লাইনের ঠাকুরনগর স্টেশন থেকেও ট্রেন অবরোধের খবর এসেছে। গোটা ঘটনায় দুই এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।