সাত মাসের বিরতি কাটিয়ে বুধবার থেকে রাজ্যে আবার চলতে শুরু করছে লোকাল ট্রেন। কিন্তু ৬০০ জন যাত্রী নিয়ে চলার কথা ঠিক হলেও এই বিষয়ে মোটেই কনফিডেন্ট নয় রেল কর্তৃপক্ষ। শিয়ালদহের ডিআরএম এসপি সিং বললেন, “সবাই টিকিট কেটে ট্রেনে উঠতে চাইবে। কাকে আটকাবেন? ৬০০ যাত্রীর কথা বলা হলেও যাত্রীরা আদেও তা মানবেন? নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। কিভাবে সুরক্ষিত থাকা যায় সেটা নিজেদের ভাবতে হবে।” ইতিমধ্যেই রেলের পক্ষে স্টেশন চত্বরে করোনা সুরক্ষা বিধি সম্পর্কে জনসচেতনতা মূলক পোস্টারিং শুরু হয়েছে।
ট্রেন চালু হলেও ধোঁয়াশা ছিলো মান্থলি টিকিট নিয়ে। রেলের পক্ষে মান্থলি টিকিটের প্রসঙ্গে বলা হয়েছে, “ট্রেন বন্ধ হওয়া থেকে চালু হওয়া পর্যন্ত সময়কে মান্থলি টিকিটের মেয়াদের আওতায় ধরা হবে না। পুরোনো টিকিটে মান্থলির মেয়াদ যতদিন বাকি ছিলো সেটা রিনিউ করে নেওয়া যাবে কাউন্টারে গিয়ে।” মানে পুরোনো টিকিটে মান্থলির মেয়াদ ১০ দিন থাকলে বুধবার থেকে পরের দশদিন পুরোনো টিকিটেই সফর করতে পারবেন যাত্রীরা। যে স্টেশন থেকে মান্থলি টিকিট কাটা হয়েছিল ৯ নভেম্বর থেকে সেই স্টেশনের কাউন্টারে গিয়েই রিনিউ করা যাবে টিকিট।