করোনা পর্বের গেরো কাটিয়ে বুধবার সকাল পৌনে ছ’টায় দিঘা থেকে ছাড়ল পাঁশকুড়াগামী প্রথম লোকাল ট্রেন৷ বেলা প্রায় ১১টায় প্রথম লোকাল ট্রেন মেচেদা থেকে দিঘায় এল৷ মানুষের চলাচল, হাঁকডাকে দীর্ঘদিন বাদে আবার সরগরম হল সৈকত স্টেশনটি৷ সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পর্যটনের সঙ্গে নানা ভাবে জড়িয়ে থাকা এলাকার খেটে–খাওয়া মানুষ৷ হাসি ফুটল ছোট দোকানদার, রিকশাচালক, মুটেমজুর, হোটেল ব্যবসায়ীদের মুখে৷ যদিও হাওড়া থেকে দিঘা লোকাল বা তাম্রলিপ্ত এক্সপ্রেস চালু না হওয়ায় পর্যটকের সংখ্যা এখনও যথেষ্ট কম বলে জানিয়েছেন তাঁরা৷
পর্যটকদের ভিড়ে গমগম করতে থাকা দিঘা করোনা বিপর্যয়ের কারণে গত প্রায় সাত–আট মাস ধরে শুনশান৷ ব্যবসা–বাণিজ্য, কাজকর্ম প্রায় বন্ধ হওয়ার মুখে চলে যাওয়ায় চূড়ান্ত দুর্দশায় পড়েছিলেন এলাকার সাধারণ মানুষ৷ এবার থেকে আবার রুজি–রোজগারের মুখ দেখতে পাবেন বলে তাঁদের আশা৷