চাকরি দেওয়ার নাম করে শুধু লক্ষ লক্ষ টাকা হাতানোই নয়, ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরিপ্রার্থীদের ট্রেনিংও দেওয়া হচ্ছিল! প্রতারণাকে নতুন মাত্রা দেওয়া দুই ঠগবাজকে বুধবার গ্রেফতার করল পুলিশ।
ঘটনার রিষড়ার। সেখানে অনিল কুমার সিং ও জিতেন্দ্র চৌধুরী নামে দুই ব্যক্তি রেলের চাকরি পাইয়ে দেওয়ার কথা প্রচার করে প্রতারণার ফাঁদ পাতে। তাতে পা দেয় পাঁচ যুবক। প্রত্যেকের কাছ থেকে ১০ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা আদায় করে প্রতারকরা। এরপর ওই যুবকদের ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়। এরপর থেকে ট্রেনিংয়ের নামে ওই যুবকদের শীতের রাতে রিষড়া স্টেশনে বসিয়ে রাখা হত। বলা হয়েছিল, এটা 'নাইট পেট্রোলিং'-এর প্রশিক্ষণ। রেলে নাকি এমনটাই হয়।
খবর যায় পুলিশের কানে। বুধবার রাতে রিষড়া স্টেশনে হানা দেয় শেওড়াফুলি আরপিএফ-এর পুলিশ। সেখানে তখন চলছিল পাঁচ যুবকের 'নাইট পেট্রোলিং'-এর ট্রেনিং। উপস্থিত ছিল দুই প্রতারকও। যুবকদের অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে পুলিশ। প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা, সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে আরপিএফ।