দিন কয়েক আগে খাস কলকাতা থেকে এসটিএফ তিন বাংলাদেশি সন্ত্রাসবাদীকে হাতেনাতে পাকড়াও করেছিল। তারপর তাদের জেরা করে রাজ্য পুলিশ এক জেএমবি জঙ্গিদের (JMB Terrorist) লিংকম্যানের হদিশ পায়। সেই সূত্র ধরে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে বারাসাত থেকে অভিযুক্ত রাহুল সেন ওরফে রাহুল কুমারকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Kolkata Police STF)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ধৃত ব্যক্তি হুন্ডি ব্যবস্থার মাধ্যমে জেএমবি জেহাদিদের টাকা-পয়সার যোগান দিত। এমনকি নাজিউর সহ একাধিক বাংলাদেশি জঙ্গিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে ওই ধৃত ব্যক্তির বিরুদ্ধে। রাহুলের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, আইপ্যাড এবং একাধিক ভারতীয় পরিচয়পত্র উদ্ধার হয়েছে। রাহুল আদৌ ভারতীয় না অন্য রাজ্য থেকে এসে এরাজ্যে ঘাঁটি গেড়েছে, তার খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ।
এই ধৃত ব্যক্তি বাংলাদেশ থেকে আসা জঙ্গিদের অর্থ যোগান দিত। এছাড়া জঙ্গিরা রাজ্যে এসে কোথায় থাকবে বা কোথায় আত্মগোপন করবে বা তাদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিত এই ব্যক্তি। তাকে আজ পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্পেশাল টিম। আজই তাকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের জেএমবি জঙ্গিদের সক্রিয়তা এখন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। খাগড়াগড় বিস্ফোরণকান্ড ওই জঙ্গিদের সক্রিয়তার অন্যতম উদাহরণ। সম্প্রতি কলকাতা পুলিশের টাক্সফোর্স একাধিক জায়গায় অভিযান চালিয়ে বীরভূম, মুর্শিদাবাদ এবং কিছুদিন আগে কলকাতা থেকে বাংলাদেশি জঙ্গি গ্রেফতার করেছে। তাদের জেরা করে রাজ্যজুড়ে জঙ্গিদের লিংকম্যানদের খুঁজছে পুলিশ।