এবার আর্থিক দুর্নীতি এবং টাকা নয়ছয় করার মামলায় ধৃত শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক ব্যক্তি। জানা গিয়েছে ব্যক্তির নাম রাখাল বেরা এবং তিনি সরকারি চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। শনিবার কলকাতা পুলিশ সন্ধ্যে নাগাদ রাখালকে গ্রেফতার করেছে। একটি অভিযোগের ভিত্তিতে এই অপারেশন চালিয়েছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বক্তব্য, টাকা দিয়ে সেচ দপ্তরে চাকরি মিলছে বলে প্রচার করছিলেন এই রাখাল বেরা। সেই খবর কানে আসে অশোকনগরের সুজিত দে-র। উৎসাহিত হয়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তি রাখাল বেরা এবং চঞ্চল বেরার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সুজিতের অভিযোগ, টাকা দিলেও তাকে চাকরি দেওয়া হয়নি।
তারপরেই তিনি সরাসরি কলকাতা পুলিশে অভিযোগ জানান। সুজিত অভিযোগ জানিয়েছেন দুই দফায় ২ লক্ষ টাকা আত্মসাৎ করেছে রাখাল বেরা। অথচ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও সে চাকরি কিছুই দেয়নি। এই অভিযোগের পরেই কলকাতা পুলিশ তদন্ত করতে শুরু করে। হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে শনিবার রাখাল বেরাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুলিশের তরফ থেকে প্রাথমিক তদন্তের পর জানানো হচ্ছে সে ব্যক্তি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং ইতিমধ্যেই প্রায় ৬০ জন মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের ঠকিয়েছে এই ব্যক্তি। ২০১৯ সালে শুভেন্দু অধিকারী সেচ মন্ত্রী থাকাকালীন এই ঘটনাটি ঘটেছিল। ফলে এই ঘটনাটি নিয়ে বেশ চাপেই আছেন শুভেন্দু।