নির্বাচনের আগে আক্রমণ ভাষাগত হোক বা প্রকল্পগত, শাসক-বিরোধী চাপানউতোর চরমে। বামপন্থীদের শ্রমজীবী ক্যান্টিনের ধাঁচে শাসকদল তৃণমূল গত ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু করেছে 'মা-কিচেন' বা মায়ের রান্নাঘর প্রকল্প, যেখানে মাত্র ৫ টাকার বিনিময়ে খাওয়া যাচ্ছে ডিমের ঝোল-ভাত। এবার শাসকদলকে আহারেও টেক্কা দিতে মৎস্যপ্রিয় বাঙালিকে মাছে ভাতেই ভোলালেন বিরোধী বিজেপি। পূর্ব মেদিনীপুরের এগরায় শুভেন্দু ঘনিষ্ট কনিষ্ক পন্ডার উদ্যোগে সাতশো জন স্থানীয়কে বিনামূল্যে পাতপেড়ে খাওয়ানো হল।
কি ছিল পাতে? পেট ভরিয়ে ভাত, ডাল, আলুভাজা, মাছের ঝোল ও চাটনি খাওয়ানো হল গ্রামবাসীদের। বিজেপি নেতারা নিজেদের এই আয়োজনে স্বভাবতই খুশি, তারা নিজেরাও খাওয়া দাওয়া করেন সেখানেই। এই উদ্যোগ সম্পর্কে কনিষ্ক পন্ডা নিজেই বলেন, "মাছে ভাতে বাঙালির সংস্কৃতি ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। চায়ে পে চর্চার মতো এই কর্মসূচিতেও জনগণকে কোনও পয়সা দিতে হবে না।" পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি তথা অখিলপুত্র সুপ্রকাশ গিরি কটাক্ষ করে বলেন গ্যাসের দাম থেকে জ্বালানি তেলের আগুন দাম, তা কমানোর ব্যবস্থা না করে বিজেপি নাটক করছে।