আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কালবৈশাখীর দাপটে তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ঝড়-বৃষ্টির জেরে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। কলকাতার পাশাপাশি মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমানে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। ঝড়ের জেরে গাছ পড়ে মৃত্যু হয়েছে ২ কিশোরের। বাঁকুড়া শহরেই গাছ পড়ে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। ব্যাপক সমস্যা হয়েছে যান চলাচলেও।
ঝড়ের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে ভেঙে পড়েছে গাছ। বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি ঘটেছে ট্রেন চলাচলেও। ব্যহত হয়েছে বিমান পরিষেবা। ঝড়-বৃষ্টির জেরে ব্যহত হয় মেট্রো রেল পরিষেবাতেও। নেতাজি এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের মাঝে আপ লাইনে একটি গাছ ভেঙে পড়ে। এর জেরে কবি সুভাষ থেকে আপ ও ডাউন ২ লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।
অন্যদিকে আপ দত্তপুকুর লোকাল হৃদয়পুর স্টেশনে ঢোকার পর প্যান্টোগ্রাফের সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর জেরে আপ লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে গিয়েছিল। বর্তমানে সুস্থ ভাবে চলছে ট্রেন চলাচল।