গতকাল অর্থাৎ শনিবার বিকেলে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে দাপট দেখিয়েছিল কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ৯০ কিলোমিটার। এর মধ্যেই আজ ফের কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাসের সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুধু আজ নয়। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে আরও বলা হয়েছে, ২১ মে থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি হ্রাস পেয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে আগামী ৩-৪ দিন রাজ্যের কোথাও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।