CBI তদন্তে এবার হতাশা প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে CBI যেভাবে এগোচ্ছে তাতে একফোঁটা খুশি নন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, "মনে হচ্ছে সিবিআইয়ের থেকে সিট ভালো। ২১ য়ের দুর্নীতি তদন্তে কিছুই করেনি সিবিআই। কোনো আশার আলো দেখতে পাচ্ছি না।"
মঙ্গলবার এসএসসি দুর্নীতি মামলার শুনানির সময় প্রথম থেকেই হতাশার সুর ছিল বিচারপতির কন্ঠে। তাঁর বক্তব্য, নভেম্বর মাসে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্তের। কোনো কিছুই এগোয়নি। দুর্নীতির সূত্রপাত, কারা কারা দূর্নীতির সাথে জড়িত এমন কোনো তথ্যই সিবিআই এখনও তদন্ত করেনি। কেবলমাত্র যাদের ডেকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল, তাদেরই জেরা করে হাত গুটিয়ে বসে থেকেছে।
এসএসসি সংক্রান্ত একাধিক মামলায় ইডির তদন্তের অভিজ্ঞতা রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সেক্ষেত্রে ইডি যথেষ্ট ভালো কাজ করেছিল বলে মত তাঁর। এমনকি তিনি এও বলেন সিবিআইয়ের থেকে সিট অব্দি ভালো। প্রসঙ্গত, এভাবে সিবিআই তদন্ত নিয়ে বিচারপতির হতাশ হওয়া ব্যতিক্রমী দৃষ্টান্ত।