পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের হেসাহাতু গ্রাম পঞ্চায়েতের অফিসে নাকি রোজ রাতে বসতো মদের আসর। বিজেপির পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে মঙ্গলবার রাতেও সেখানে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। রোজকার এই ঘটনায় বীতশ্রদ্ধ হয়ে পঞ্চায়েতের দরজায় তালা ঝুলিয়ে অফিস ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। ফলে পঞ্চায়েত অফিসে সারারাত আটক থাকেন পঞ্চায়েত প্রধান তেজুনাত মাহাতো সহ আরো ৪ পঞ্চায়েত সদস্য এবং কয়েকজন ঠিকাদার। রাতে পুলিশ এসেও উদ্ধার করতে পারেননি ওদের। পরে বুধবার সকালে স্থানীয় বিডিও ঘটনাস্থলে এসে পুরো বিষয়ে হস্তক্ষেপ করলে বিক্ষোভ ওঠে।
প্রায় ১২ ঘণ্টা ওইভাবে আটকে থাকার পর বিজেপির ওই পঞ্চায়েতের প্রধান তথা প্রধান অভিযুক্ত তেজুনাত মাহাতো বলেন, কাজের চাপে ওঁরা আটকে গিয়েছিলেন পঞ্চায়েত অফিসে। কেউ সেখানে ফাঁকা মদের বোতল ঢুকিয়ে ওঁদের মিথ্যা ফাঁসানোর চেষ্টা করছে।