গতকাল সন্ধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে আনুষ্ঠানিকভাবে ২১টি আসনে নিজেদের প্রার্থীতালিকা দিল আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। বাম-কংগ্রেস-আইএসএফ জোটে বামেরা ১৬৫ টি আসনে, কংগ্রেস ৯২ টি আসনে ও আইএসএফ ৩৭ টি আসনে নির্বাচনী লড়াই লড়বে। উত্তর বসিরহাট কেন্দ্রে সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ থেকে লড়বেন পীরজাদা বাইজিদ আমিন, যা আগেই ঘোষিত হয়েছিল। আব্বাসের দল সংখ্যালঘু মুসলিম-প্রধান দল হবে, কার্যত এমন গুঞ্জনই চর্চিত ছিল। আর প্রার্থীতালিকায় সকলকে চমকে দিয়েই একাধিক হিন্দু প্রার্থীর নাম ঘোষিত হল। পিছিয়ে পড়া মানুষদের টেনে তোলার স্বার্থে যেকোনো আন্দোলন ধর্মনিরপেক্ষই হবে, মুখের কথা মতোই কাজ করেছেন আব্বাস।
আইএসএফের প্রার্থীতালিকায় রয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে তাদের দলে যোগদানকারী মেটিয়াব্রুজের নুরুজ্জামান ও পূর্ব উলুবেড়িয়ার আব্বাসউদ্দীন। দেখে নেওয়া যাক আর কে কে কোথায় প্রার্থী হলেন :
রায়পুর : মিলন মান্ডি
মহিষাদল : বিক্রম চট্টোপাধ্যায়
মন্দিরবাজার : ড.সঞ্জয় সরকার
কুলপি : সিরাজু্দ্দিন গাজী
চন্দ্রকোনা : গৌরাঙ্গ দাস
জগৎবল্লভপুর : শেখ সাব্বির আহমেদ
হরিপাল : সিমল সোরেন
খানাকুল : ফাইসাল
মেটিয়াব্রুজ : নুরুজ্জামান
পূর্ব উলুবেড়িয়া : আব্বাসউদ্দীন খান
উত্তর-পূর্ব রানাঘাট : দীনেশচন্দ্র বিশ্বাস
কৃষ্ণগঞ্জ : অনুপ মন্ডল
সন্দেশখালি : বরুণ মাহাতো
চাপড়া : কাঞ্চন মৈত্র
অশোকনগর : তাপস চক্রবর্তী
আমডাঙা : জামালউদ্দিন
এন্টালি : মহম্মদ ইকবাল আলম
উত্তর আসানসোল : মহম্মদ মোস্তাকিন
এখনো পূর্ব ক্যানিং, জঙ্গিপাড়া, ভাঙড়, মধ্যমগ্রাম, হাড়োয়া ও ময়ূরেশ্বরে প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে দেগঙ্গা , মগরাহাটের মতো কিছু আসনে প্রার্থী দেওয়া হবে।