মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee, CM) বহু প্রকল্প ইতিমধ্যেই বিশ্বের দরবারে স্থান পেয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প। তবে এবার রাজ্যের মহিলাদের ক্ষমতায়নে নেওয়া এমন প্রকল্পে আর্থিক সাহায্য করতে চায় বিশ্ব ব্যাঙ্ক (World Bank)। প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার সাহায্য মিলতে পারে বলে সংবাদমাধ্যম এবং প্রশাসনিক সূত্রে খবর।
প্রসঙ্গত, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও মহিলাদের জন্য বর্তমানে পুরোদমে চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ। এই প্রকল্পে সাধারণ মহিলাদের ৫০০ টাকা এবং এসসি, এসটি, ওবিসি মহিলাদের ১০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে সেপ্টেম্বর থেকেই। এমনকি, স্বাস্থ্যসাথী কার্ডের প্রধানের নামও মহিলাদের নামেই।
অন্যদিকে, চালু হতেই 'উৎসশ্রী' প্রকল্পের (Utsashree Scheme) মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের বদলি শুরু। মূলত, শিক্ষক-শিক্ষিকাদের বাড়ির কাছাকাছি বিদ্যালয়ে বদলির জন্য এই পোর্টাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সেকেন্ডারি পর্যায় বদলির জন্য এখনও পর্যন্ত আবেদন জমা পড়েছে ২২৩১৭টি। যার মধ্যে ১৯৯২০জন শিক্ষক শিক্ষিকা সাধারণ বদলির জন্য আবেদন করেছেন। ৪৬৯ প্রধান শিক্ষিকা সাধারণ বদলির জন্য আবেদন করেছেন। ১৪২৩ জন শিক্ষাকর্মী সাধারণ বদলির জন্য আবেদন করেছেন।
এছাড়াও সেকেন্ডারি শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি প্রাথমিক স্তরে উল্লেখযোগ্যভাবে বদলির সুবিধা পেতে শুরু করেছেন শিক্ষক-শিক্ষিকারা।