দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ বালির ব্যবসা চলছিলো। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পাননি গ্রামবাসীরা। ফলে নিজেরাই এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। পুরুলিয়া জেলার পুঞ্চা থানা এলাকার দেলাং গ্রামের ঘটনা। এখানে কংসাবতী নদী থেকে প্রায় প্রতিদিন আইনবিরুদ্ধ ভাবে বালি তুলতো একাধিক ট্রাক। এই ভারী ট্রাক-লরি রাস্তা দিয়ে যাওয়ায় গ্রামের রাস্তা খারাপ হচ্ছিলো। একইসাথে নদী বাঁধেও ধস নামছিলো একাধিক সময়। প্রশাসন হস্তক্ষেপ না করায় শনিবার গ্রামবাসীরা নিজেরাই রুখে দাঁড়ান।
গ্রামবাসীদের দেখে একাধিক ট্র্যাক্টর এলাকা ছেড়ে পালিয়ে যায়। যদিও গ্রামবাসীরা একটি ট্র্যাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।