করোনাকালে গত বছর থেকেই স্কুল কলেজ ইত্যাদি বন্ধ হয়ে গেছে। চলছে অনলাইন মাধ্যমে পঠন পাঠন। তবে এবার অনলাইন ক্লাস চলাকালীন কিছুদিন আগে খড়গপুর আইআইটির (IIT Kharagpur) এক অধ্যাপিকা দলিত ছাত্র-ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। তার জেরে ওই অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতেই সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। আসলে, কিছুদিন আগে খড়গপুর আইআইটি কনফেশন নামে ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে স্পষ্ট শোনা যায় অনলাইন ক্লাস চলাকালীন ওই অধ্যাপিকা ছাত্র-ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এমনকি ছাত্র-ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়া এবং পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেলে বিষয়টি নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে কর্তৃপক্ষ। তাঁরা আজ অর্থাৎ বৃহস্পতিবার একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্ট দেখে অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়। কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অধ্যাপিকা সাসপেন্ড থাকবেন। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংক্রমনের জেরে আগামীকাল অর্থাৎ ১৪ মে থেকে ২৩ তারিখ পর্যন্ত আইআইটি ক্যাম্পাস বন্ধ থাকবে।