রাত ফুরালেই ৫ দফা নির্বাচন। এবারের নির্বাচনে মতুয়া সম্প্রদায় বড় ভূমিকা নিতে চলেছে। মতুয়া ভোট ব্যাঙ্কে থাবা বসাতে আজ তেহট্টের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মতুয়া আবেগকে উসকে দিলেন। মতুয়াদের দীর্ঘ দিনের দাবিকে মান্যতা জানিয়ে কার্যত মতুয়া - মন জিতে নিলেন বলে রাজনৈতিক বিশ্লেষক একাংশের বক্তব্য। তেহট্টের সভায় অমিত শাহ বলেছেন, ঠাকুরনগর স্টেশনের নাম বদলে রাখা হবে শ্রীধাম ঠাকুরনগর। স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রতিশ্রুতি মতুয়া ভোট ব্যাঙ্কে বড় প্রভাব পড়বে বলে সূত্রের খবর।
অন্যদিকে, আজকের সভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক অমিত শাহ বলেছেন, " ২ মের পর রাজ্যে তৃণমূল বলে কোন সরকার থাকবে না।" তৃণমূল সরকার ভোট ব্যাঙ্কের কথা চিন্তা করে এতকাল কেবল মতুয়াদের ব্যবহার করেছেন, তাদের জন্য কিছুই করেননি বলে অভিযোগ করেছেন। তিনি নাগরিকত্ব নিয়ে বলেছেন, "তৃণমূল ক্ষমতায় থাকলে আপনারা কোনো দিন নাগরিকত্ব পাবেন না। বিজেপি সরকার ক্ষমতায় এলেই নাগরিকত্ব প্রদানের কাজ দ্রুত হয়ে যাবে।" এদিন তৃণমূল সরকারকে সিন্ডিকেট সরকার বলে অভিযোগ করেছেন। তাই ২ মে সিন্ডিকেট সরকার বিদায় নেবে, ভাইপো সরকার বিদায় নেবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ শ্রী হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরকে সম্মান জানিয়ে তিনি বলেছেন, "বিজেপি সরকার ক্ষমতায় এলে ঠাকুরনগর স্টেশনের নাম বদলে শ্রীধাম ঠাকুরনগর রাখা হবে।" শুধু তাই নয়, মতুয়া দম্পতিদের মাসিক ৩০০০ টাকা ভাতার ব্যবস্থা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তৃণমূল নয়, বাম কংগ্রেস দলের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। এতদিন পর রাহুল গান্ধীর এরাজ্যে আসা নিয়ে কটাক্ষ করেছেন তিনি। খোঁচা দিয়ে বলেছেন, "এত দফা ভোট হয়ে গেল। রাহুল 'বাবা'র দেখা মেলেনি। এখন উনি পরিযায়ীর মতো এসেছেন বঙ্গে।''