পুড়ছে বঙ্গ! ৫০ বছরের রেকর্ড সগৌরবে ভেঙে দিল কলকাতা। তাপপ্রবাহ জারি আগামী সপ্তাহেও। কবে মিলবে স্বস্তি? উত্তর নেই বললেই চলে। বৃষ্টির পূর্বাভাসকে উড়িয়ে আগামী সপ্তাহেও জারি তাপপ্রবাহের সতর্কতা। গত ৫০ বছরে এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম দেখা যায়নি বলেই জানিয়েছেন আবহবিদরা।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহেও এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। স্বাভাবিকের থেকে গড়ে ৫ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা।
সতর্কতা জারি জেলায় জেলায়। সোমবার (কমলা) সতর্কতা জারি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। সতর্কতা জারি (হলুদ) উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া জেলায়।
অন্যান্য জেলার তুলনায় এক বা দুই ডিগ্রি কম থাকলেও, গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়।