ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)–এর সাম্প্রতিক একটি রিপোর্টে বেরিয়ে এসেছে, জিএসটি ক্ষতিপূরণ সেস আইন বাবদ সংগৃহীত টাকার একটি বড় অংশ কেন্দ্রের মোদি সরকার দু’বছর ধরে নিজের হাতে রেখে দিয়েছে৷ আইন অনুযায়ী এই টাকা রাজ্য সরকারগুলিকে ক্ষতিপূরণ হিসাবে দিয়ে দেওয়ার কথা৷ ২০১৭–’১৮ ও ২০১৮–’১৯–এ এই টাকার পরিমাণ ৪৭ হাজার ৫০০ কোটি টাকা৷ সিএজি আরও মন্তব্য করেছে, এই টাকা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া (সিএফআই)–তে ধরে রাখার ফলে কেন্দ্রীয় সরকার সহজেই রাজস্ব আদায়ের পরিমাণ বাড়িয়ে এবং ফিসক্যাল ঘাটতির পরিমাণ কমিয়ে দেখাতে পেরেছে৷ এর ফলে দেশের অর্থনীতির পরিস্থিতি সম্পর্কে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
সিএজি–র এই রিপোর্ট এল এমন একটা সময়ে যখন বেশ কয়েকটি রাজ্যের সরকারের অভিযোগ– কেন্দ্রীয় সরকার জিএসটি–র ক্ষতিপূরণ বাবদ তাদের পাওনা মেটাচ্ছে না৷ গত সপ্তাহেই অর্থমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, জিএসটি আদায়ে ক্ষতি হলে রাজ্যগুলিকে সিএফআই থেকে ক্ষতিপূরণ দেওয়ার কোনও আইন নেই৷ এই অবস্থায় আইন ভাঙার যে বার্তা সিএজি–র তরফ থেকে এল, তা নিঃসন্দেহেকেন্দ্রীয় সরকারকে বিপাকে ফেলেছে৷