২৭ সেপ্টেম্বর, ২০২৩
উত্তরবঙ্গ

বাংলায় থেকেই স্বায়ত্তশাসনের দাবি, জিটিএ নির্বাচন নিয়ে মমতার সঙ্গে বৈঠক মোর্চার

গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে পাহাড়ের কিছু সমস্যার কথা তুলে ধরেছেন
mamata banerjee speech Bengali News
https://www.facebook.com/MamataBanerjeeOfficia
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ৭:৫৬

পৃথক রাজ্য তৈরি করার দাবি নিয়ে দীর্ঘদিন সোচ্চার হলেও সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চা এই দাবি থেকে কিছুটা পিছিয়ে এসেছে, এমনটাই দাবি উঠল। এই মুহূর্তে তাঁদের দাবি পৃথক রাজ্য নয় বরং বাংলার মধ্যে থেকেই সর্বোচ্চ স্বায়ত্তশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি তাঁরা এই বিষয় জানিয়ে দিয়েছেন বলেও সূত্রের খবর। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে দলের নেতা রোশন গিরি (Roshan Giri) এমন কথাই বলেছেন, দাবি সূত্রের।

রোশন এবং তাঁর সাথে মোর্চার আরও ৩ জন নেতা মমতার সঙ্গে এই নিয়ে বৈঠক করলেন। পাহাড়ের সার্বিক উন্নয়নের জন্য জিটিএ (GTA) বৈঠকের ব্যর্থতার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়ে স্বায়ত্তশাসন নিয়ে সরব হয়েছেন মোর্চা নেতারা। রোশন গিরি বলেছেন, "সরকার দ্রুত জিটিএ নির্বাচন চাইছে। কিন্তু আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, জিটিএ সম্পূর্ণ ব্যর্থ। এই কারণে ভোটের আগে সেখানে কিছু রাজনৈতিক সমাধান করার প্রয়োজন রয়েছে।" তিনি আরও বলেছেন, "রাজনৈতিক সমাধান এই মুহূর্তে প্রয়োজন। এই সমাধান বলতে এই মুহূর্তে সব থেকে আগে দরকার স্বায়ত্তশাসন। মাননীয়া আমাদের সব কথা শুনেছেন। উনি আমাদের কাছে এ বিষয়ে একটি খসড়া চেয়ে পাঠিয়েছেন। আগামী ২ এপ্রিল কালিম্পং-এ দলের একটি বৈঠক রয়েছে। তারপর ৩ এপ্রিল আমরা রাজ্যকে চিঠি দিয়ে সবটা জানিয়ে দেব।"

অন্যদিকে, বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সকলেই চাইছে দ্রুত নির্বাচন হোক। আমি চেষ্টা করছি যাতে আগামী দু-তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করা যায়। রোশনদের কিছু বিশেষ বক্তব্য রয়েছে। বাকি অনিত থাপার (Anit Thapa) দল এবং অন্যান্য দলগুলো এই নির্বাচনের পক্ষে।" এই নির্বাচন প্রসঙ্গে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই মোর্চার মুখপাত্র অনিত বলেন, "আমরা অনেকদিন আগে থেকেই জিটিএ নির্বাচন করার কথা বলছিলাম। জিটিএ নির্বাচন ঘোষণার পর দল ঠিক করবে আমরা কী করব।"

অন্যদিকে, হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড (Ajay Edward) বলেছেন, পাহাড়ের বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। নতুন কিছু পরিকল্পনার কথা বলেছি আমি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি পাশে থাকবেন। রাজ্যের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। জিটিএ নির্বাচন, পঞ্চায়েত এবং বাকি পুরসভার নির্বাচন নিয়েও কথা হয়েছে। প্রতিটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করব।" মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, "অজয় কিছু ভালো উন্নয়নমূলক প্রস্তাব দিয়েছে। আমি জানিয়েছি যা পাহাড়ের জন্য ভালো তা করতে হবে। রাজ্যের সবরকম সহযোগিতা রয়েছে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩১ আগস্ট

অভিযুক্ত সুশান্তকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষনা করলেন বিচারক সন্তোষকুমার পাঠক

Susanta Sutapa berhampore
৩১ আগস্ট

রাখি বন্ধনের দিন ‘জলসা’য় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী

Mamata Amitabh house
২৮ আগস্ট

পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

fire bomb blast explosion night
২২ আগস্ট

পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে

Mamata Banerjee smilee
৫ আগস্ট

গতকাল সকালে বেহালায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়ার

lalbazar police station
৩১ জুলাই

২০১৬ সালে স্বাস্থ্যসাথী স্কিম চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার

Swasthya sathi card
২৬ জুলাই

'আওয়ারা', 'বিন্দাস', 'কেলোর কীর্তি'র মত একাধিক ছবি আছে অভিনেত্রী সায়ন্তিকার ঝুলিতে

Sayantika Mamata
২২ জুলাই

বিজেপিকে মহিলারাই দেশ থেকে বের করে দেবে : মুখ্যমন্ত্রী

Mamata Banerjee rain
১৩ জুলাই

২ লক্ষ টাকা ক্ষতিপূরণের অঙ্ক হতে পারে না, কমপক্ষে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে : তোপ শুভেন্দু অধিকারীর

Mamata Banerjee smilee
১১ জুলাই

খুন সংঘর্ষ, গা জোয়ারি কিছুই বাদ নেই : রাজ্যপাল

madan mitra 2
৫ জুলাই

বৃষ্টিপাত হলেও বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি

Rain taxi kolkata
২৯ জুন

আগামীকাল ইডির দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে

Saayoni tmc