সোনারপুরের হরিনাভি এলাকায় মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে উদ্বোধন হওয়ার কথা ছিল বিজেপির নবনির্মিত নির্বাচনী কার্যালয়ের। উপস্থিত থাকার কথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পরিকল্পনামাফিক সবটাই ঠিকঠাক চলছিল। সাধারনতন্ত্র দিবসে দিলীপ ঘোষ ফিতে কেটে উদ্বোধনও করেন এই পার্টি অফিসের। কিন্তু সমস্যা তৈরি হয় তারপরই। দিলীপ ঘোষের সাথে পার্টি অফিসে প্রথমে কে ঢুকবে তাই নিয়ে বিতর্ক তৈরি হয় স্থানীয় বিজেপির দুই গোষ্ঠীর। চিৎকার, বচসা থেকে হাতাহাতির রূপ নেয় সবটা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করতে হয়।
তাঁর সামনে এই জাতীয় ঘটনা ঘটায় যথেষ্ট ক্ষুব্ধ দিলীপ ঘোষ। তিনি বলেন, “দল এইসব বিশৃঙ্খলা একেবারে বরদাস্ত করবে না। যাঁরা এর পেছনে রয়েছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একদিন সময় দিয়েছি জেলা নেতৃত্বকে। বুধবারের মধ্যেই শাস্তি পাবে অভিযুক্তরা।” ভোটের আগে যখন ভাবমূর্তি বানাতে ব্যস্ত বিজেপি তখন বারবার এমন ঘটনা জনমনে উল্টো প্রভাব ফেলবে বলেই আশঙ্কা।