একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) ভোটগ্রহণের দিন শীতলকুচিতে (Sitalkuchi) গুলির আঘাতে প্রাণ হারিয়েছিলেন ৪ জন ব্যক্তি। এই ঘটনা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। এবার শীতলকুচি গুলিকাণ্ডে তদন্তে সিট গড়েছে রাজ্য। দায়িত্বে রয়েছে সিআইডি (CID)। তারা বর্তমানে ফরেন্সিক ব্যালেস্টিক টিম নিয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার কাল্পনিক পুনর্নির্মাণ করার চেষ্টা করেছে। সেই অনুযায়ী ফরেনসিক টিম একটি রিপোর্ট পাঠিয়েছে যাতে জানানো হয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ জোড়পাটকির ১২৬ নম্বর বুথে প্রবেশ করেন ফরেনসিক ব্যালেস্টিক দলের সদস্যরা। তারপর তাঁরা বুথের চারপাশ ঘুরে দেখেন। ব্ল্যাকবোর্ড ও ঘর থেকে নমুনা সংগ্রহ করেন। নমুনা পরীক্ষা করার পর জানা গিয়েছে স্কুলের দরজা ও ব্ল্যাকবোর্ডে যে গুলি লেগেছে, তা রাইফেল থেকে চালানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সিআইডি প্রাথমিক তদন্ত করলে তাঁরা জানতে পারে যে বুথের বাইরে অশান্তি হলেও গুলি দরজা ভেদ করে স্কুলের ব্লাকবোর্ডে গিয়ে লাগে। এই ঘটনার তদন্ত করতেই পাঠানো হয় ফরেনসিক ব্যালেস্টিক টিম। অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের ময়নাতদন্তের পর জানা গিয়েছিল যে তিন জনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। কিন্তু একজনের শরীরে মিলেছে স্পিন্টার। সিআইএসএফ যদি গুলি চালিয়ে থাকে তাহলে স্পিন্টার কি করে এল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তাই বর্তমানে সিআইডি টিম ঘটনা খতিয়ে দেখার কাজ করছে।