আগামী ১৫ জুন থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন মৎস্যজীবীরা। তারই সব ধরণের প্রস্তুতি সেরে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দীগ্রাম থেকে পেটুয়াঘাট বন্দরের দিকে রওনা দিয়েছিল একটি সামুদ্রিক ট্রলার। কিন্তু শুরুতেই যে সেই মৎস্যজীবীদের জন্য এমন বিপত্তি অপেক্ষা করছে কে তা জানত!
সূত্রের খবর, নন্দীগ্রাম থেকে ট্রলারটি পেটুয়াঘাট বন্দরের দিকে যাচ্ছিল। খেজুরির কাছাকাছি একটি জায়গায় আচমকাই সমুদ্র চড়ায় ধাক্কা লাগে। এফ বি আলামিন ৪ নামের এই ট্রলারটি মুহূর্তের মধ্যেই উল্টে যায়। উল্টে যাওয়ার মুহূর্তে সেই ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন।
খবর চাউর হতেই আশপাশের ট্রলারগুলি আগে পৌঁছে যায়। পৌঁছে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। প্রাথমিক পর্যায় ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ২ জন নিহত হয়েছেন বলে সূত্রের খবর। বাকি ৩ জনের অবস্থা অতি আশঙ্কাজনক। এখনও ৭ জন মৎস্যজীবীর কোন খোঁজ মেলেনি।
উদ্ধার কার্যে নামানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীকে। আকাশপথেও চলছে খোঁজ। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যান কাঁথির মহকুমাশাসক, মৎস্য দফতরের আধিকারিকরা। রুজিরুটির টানে বেরিয়ে শুরুতেই এমন বিপত্তির ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন মৎস্যজীবীদের একাংশ। নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চলছে।