দীঘার সমুদ্রের মৎস্যজীবীদের লক্ষ্মী লাভ বছরের শুরুতেই। সূত্রের খবর অনুযায়ী একসাথে ১২১ টি তেলিয়া ভোলা মাছ আজ উঠেছে মৎস্যজীবিদের জালে। এই বিপুল পরিমান মাছ একসাথে ওঠায় রীতিমতো খুশি দীঘা মোহনা মৎস্যজীবী ও মৎস ব্যবসায়ী ইউনিয়ন। এই বিপুল পরিমান মাছ নিয়ে ইতিমধ্যেই মোহনায় শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই মাছগুলোকে নিলামে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। মাছ দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা। কেউ কেউ আবার মোবাইলে ওই মাছের ছবিও তুলে রেখেছেন। জানা যাচ্ছে এক একটি মাছের ওজন প্রায় ১৮ কিলোগ্রামের মত। ১২১টি তেলিয়া ভোলা মাছের বাজার মূল্য প্রায় দু'কোটি টাকার কাছাকাছি।
মূলত গভীর সমুদ্রে এই সমস্ত মাছ পাওয়া যায়। কিন্তু দীঘার সমুদ্রে, হঠাৎ করে এতটা পরিমাণ তেলিয়া ভোলা চলে আসায় রীতিমতো খুশি মৎস্য ব্যবসায়ীরা। তবে এই মাছ এমন জায়গায় পাওয়া যায় যেখানে মৎস্যজীবীদের যাওয়া পর্যন্ত নিষেধ, তাহলে একটি সাধারণ ট্রলারে এতগুলি তেলিয়া ভোলা মাছ উঠে গেল কি করে? ঘটনাচক্রে জানা গিয়েছে, হঠাৎ করে ঝাঁক বেঁধে মাছগুলো চলে এসেছিল মাঝ সমুদ্রে। ঠিক সেই সময় জাল ফেলা হয়েছিল, এবং সেইখান থেকেই এতগুলো ভোলা মাছ ওই জালে উঠে আসে। এক মৎস্যজীবী জানাচ্ছেন, ১২ বছর ধরে মাছ ধরলেও তেলিয়া ভোলা মাছ তিনি প্রথমবার দেখছেন। এখান থেকেই বোঝা যায়, এই ধরনের ভোলা মাছ কতটা কম পাওয়া যায়। এছাড়াও এই মাছ অত্যন্ত বেশি দামে বিক্রিও হয় বলে জানিয়েছেন তিনি। ফলে স্বভাবতই অত্যন্ত খুশি মৎস্য ব্যবসায়ীরা।