দিনের আলোতে যাত্রীবাহী বাস লক্ষ্য করে গুলি চললো এবার হাওড়ার বালিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অফিসের ব্যস্ত সময় যাত্রীবাহী সরকারি বাস লক্ষ্য করে গুলি চলে। গুলিতে বাসের দুটি জানলার কাঁচ ভেঙে যায়। বাসটি বালি থেকে সল্টলেক থেকে সল্টলেক করুনাময়ীর দিকে আসছিল। সেই বাসে ৫০ জনের মতো যাত্রী ছিল। বালি থেকে বাসটি কিছুটা এগিয়ে লাল বাড়ির কাছে পৌঁছাতে আচমকা একটি গুলির শব্দ হয়। আতঙ্কিত যাত্রীরা চোখের সামনে দুটি জানলার কাঁচকে ভেঙে পড়তে দেখে। যাত্রীরা জানিয়েছে, বাস লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আর তাতেই ভেঙ্গে গেছে জানলার কাঁচ। ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত বালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার জেরে পুলিশ এসেই লালবাড়ি এলাকা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ করে দেয়। ঘটনাস্থল থেকে তারা নমুনা সংগ্রহ করে এবং বাসটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কোথা থেকে গুলি চালানো হয়েছে বা কে গুলি চালিয়েছে তা ঠাহর করতে পারেনি পুলিশ। বর্তমানে রাজ্য জুড়ে নির্বাচন চলছে এবং সেইজন্য এলাকায় এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর বারংবার খবরের শিরোনামে আসছে। আজকের ঘটনা কোন রাজনৈতিক কলহ না দুষ্কৃতীর কর্ম তা তদন্ত করছে পুলিশ।