গত বুধবার ভোররাতে নিউ ব্যারাকপুরের (New Barrackpore) বিলকান্দার গেঞ্জি কারখানা ও ঔষধের গুদামে ভয়াবহ আগুন লেগেছিল। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছেছিল দমকল বাহিনী। কিন্তু আগুন ক্রমশ ভয়াবহ হয়েছে সময়ের সাথে সাথে। অবশেষে ৫৭ ঘন্টার প্রয়াসে দমকলের ২৪ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে বৃহস্পতিবার দুপুরের দিকে রোবট ফায়ার ফাইটার নামিয়েছিল দমকল। এছাড়া তারা বিল্ডিং এর একাংশ ভেঙে দিয়েছিল। কিন্তু ফল কিছুই হয়নি। আসলে গেঞ্জি কারখানার দাহ্য বস্তু ও ওষুধ গুদামে প্রচুর পরিমাণে স্যানিটাইজার মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ৫৭ ঘন্টার অক্লান্ত প্রয়াসের পর এখন আগুন নিভেছে কারখানাগুলোতে।
গতকালই জানা গিয়েছিল ওই কারখানার ভেতরে আটকে পড়েছেন ৪ জন ব্যক্তি। তাদের নাম হল অমিত সেন, সুব্রত ঘোষ, স্বরূপ ঘোষ এবং তন্ময় ঘোষ। গতকালই ধরে নেওয়া হয়েছিল এত অগ্নিকাণ্ডের মাঝে তাদের হয়তো মৃত্যু হয়েছে। আজ সকালে আগুন নিভে যাওয়ার পর কারখানার ভেতরে প্রবেশ করতে পারে বিপর্যয় মোকাবিলা দল। সেখানেই তারা ওই চারজনের মৃতদেহ উদ্ধার করে। দেহগুলি শনাক্তকরণের মত অবস্থাতে না থাকলেও মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে অগ্নিকাণ্ড হওয়ার কারণ খুঁজতে।