আত্মনির্ভর ভারত অভিযানের তৃতীয় দফা এবং তারা সাথে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার দাবী, আত্মনির্ভর ভারত অভিযানের প্রথম দুটি দফার সাফল্যের ফলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমান, ২০২০-২১ আর্থিক বছরে জিডিপি- র বৃদ্ধি হবে। এই সাফল্যকে অব্যাহত রাখতে আত্মনির্ভর ভারত অভিযানের তৃতীয় দফায় ১২ টি ক্ষেত্রে অর্থনৈতিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
নতুন করেও হবে টেট পরীক্ষা, জমা পড়েছে আড়াই লক্ষ আবেদন
স্বস্তির নিঃশ্বাস ফেললেন পর্যটনের সঙ্গে নানা ভাবে জড়িয়ে থাকা এলাকার খেটে–খাওয়া মানুষ
উপকৃত হবেন প্রায় ৮ লক্ষ ৫০ হাজার কর্মচারী
মহামারীর প্রকোপে দেশজুড়ে কাজ হারিয়েছেন লক্ষাধিক মানুষ। তাই কর্মসংস্থান তৈরির জন্য দেওয়া হবে বিশেষ আর্থিক প্যাকেজ। নতুন কর্মংস্থান তৈরির ক্ষেত্রে বিশেষ ভর্তুকি দেওয়া হবে, যা লাঘু হবে কেবল ১০০০ জনের বেশি কর্মচারী নিয়ে তৈরি হওয়া সংস্থার ক্ষেত্রেই। এছাড়া, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম - এ ইতিমধ্যেই ২.০৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে।