দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং মহকুমা জুড়ে দীর্ঘদিন ধরে চলছে ভুয়ো শংসাপত্র তৈরির ব্যবসা৷ টাকা দিলেই পাওয়া যাচ্ছে রেশন কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড সহ ভুয়ো নথিপত্র৷ মাত্র আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে ভুয়ো জন্ম সার্টিফিকেট৷
মঙ্গলবার এমন একটি ভুয়ো জন্ম শংসাপত্র ধরা পড়েছে ক্যানিং মহকুমা হাসপাতালের সুপারের হাতে৷ বাবার নামের বানান ঠিক করাতে এক মহিলা তাঁর জন্ম সার্টিফিকেট সুপারের দপ্তরে নিয়ে এলে কর্মীরা ধরে ফেলেন, সেটি নকল৷ অভিযোগ দায়ের করা হয় ক্যানিং থানায়৷ সুপার জানান, হাসপাতালের সিল থেকে শুরু করে সুপারের স্বাক্ষর– সবই নকল করা হয়েছে৷
এ ঘটনা নতুন নয়৷ আগেও এ নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে৷ কিন্তু দপ্তর উদ্যোগী হয়ে ব্যবস্থা নেয়নি৷ ফলে দিনে দিনে আরও সক্রিয় হয়ে উঠেছে এই প্রতারক চক্র৷ মহকুমা স্বাস্থ্য আধিকারিক এ দিনের অভিযোগের কথা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন৷