স্কুল পড়ুয়াদের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে ধারণা তৈরির জন্য এবারে উদ্যোগী রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন। সেই মত কলকাতার সল্টলেকের এডি ব্লকের নামজাদা স্কুল লবণ হ্রদ বিদ্যাপীঠে চালু হলো নকল বিধানসভা নির্বাচন। ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমনের পালা চলছেই। এর মধ্যে যেমন আছে শাসকদল তৃণমূল, তেমনি আছে বিজেপি। আর এইভাবেই শিশুদের মধ্যে রাজনৈতিক চর্চা করানোর জন্য এই নকল বিধানসভা নির্বাচন নিয়ে হাজির শিশু সুরক্ষা কমিশন।


সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ১০ শিশু এই বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সামনে বিধানসভা নির্বাচন। কিন্তু এই নির্বাচনের ব্যাপারে অনেকেই এখনো কিছু জানেন না। তাই এধরনের নতুন উদ্যোগ গ্রহণ করা হলে তারাও নির্বাচনের ব্যাপারে আরো ভালোভাবে জানতে পারবেন বলে মতামত শিশু সুরক্ষা কমিশনের।