ভোটের মুখে আবারো এক নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ সোমবার সকাল দশটার মধ্যেই রাজ্যের সমস্ত পুরপ্রশাসকের পদ থেকে সরে যেতে হবে রাজনৈতিক ব্যক্তিত্বদের। কাজ ও পরিষেবা অব্যহত রাখতে অস্থায়ীভাবে দখল করা ওই পদগুলিতে অরাজনৈতিক ব্যক্তিত্বদের বসানো হবে।
করোনাকালে রাজ্যজুড়ে পুরসভা ও পুরনিগমের নির্বাচন সময়মতো করানো হয়নি। ফলত, প্রাক্তন পুরোবোর্ড সদস্যদের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু পদ থেকে প্রশাসকদের সরালেও নাগরিক পরিষেবা অব্যহত রাখতে রাজ্য সরকারেরই কর্তৃত্বাধীনে অস্থায়ী ব্যবস্থা হিসেবে প্রশাসকমন্ডলী তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ওই প্রশাসকমন্ডলীর সদস্য হিসেবেও স্থান পান বিদায়ী কাউন্সিলররা। অতএব বলাই যায়, কলকাতা পুরনিগমের প্রশাসক পদে রয়ে যান ফিরহাদ হাকিম, শিলিগুড়ির পুরপ্রশাসক অশোক ভট্টাচার্য, বিধাননগরের পুরপ্রশাসক তাপস চট্টোপাধ্যায় এবং আরও অনেককে।
উল্লেখ্য, পুর প্রশাসনের পদে থেকেও রাজনৈতিকভাবে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আগেই এনেছিল বিজেপি। বিশেষত, নির্বাচন আচরণবিধি চালুর পরেও কীকরে এমনটা হতে পারে সেই প্রশ্ন তুলে সরাসরি কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। পুরসভাগুলি ভোটের কাজে ব্যবহার হচ্ছে, ইত্যাদি নানাবিধ অভিযোগ আসায় নড়েচড়ে বসেছে কমিশনও। সেই মোতাবেক, রাজ্যের ১১২ টি পুরসভার প্রশাসনিক পদে অস্থায়ীভাবে বসে থাকা রাজনৈতিক ব্যক্তিত্বদের পদ ছাড়তে হবে আগামীকাল।