বাংলায় করোনা সংক্রমণ প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে। আসলে নির্বাচনী মিটিং মিছিল ও রোড শোতে হাজার হাজার মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখেই মাস্ক ছাড়াই করোনার তোয়াক্কা না করে মেলামেশা করছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই চার দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও ৪ দফা নির্বাচন। পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে ১৭ এপ্রিল অর্থাৎ আগামী শনিবার। কিন্তু কয়েকদিন ধরেই গুজব উঠেছিল যে নির্বাচন কমিশন হয়তো ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার অর্থাৎ ২২,২৬ ও ২৯ এপ্রিলের ভোট একসাথে একদিনে করে নেবে। সম্ভবত সেই দিন ছিল ২৪ এপ্রিল। কিন্তু গতকাল অর্থাৎ বুধবার নির্বাচন কমিশন দপ্তর থেকে বিভিন্ন জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে পূর্বনির্ধারিত সুচি মেনে ভোট হবে।
শেষ তিন দফা নির্বাচন একদিনে করার পক্ষপাতিত্ব ছিল তৃণমূল কংগ্রেস ও সংযুক্ত মোর্চা। কিন্তু এই বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনো কথা বলতে শোনা যায়নি। তবে নির্বাচন কমিশন নিজেই বৈঠক করে সেই জল্পনা উড়িয়ে দিয়ে বলেছে, পূর্বনির্ধারিত সূচি মানে বাংলায় বাকি নির্বাচন হবে। আসলে শেষ মুহূর্তে এক দফায় ভোট করাতে গেলে কমিশনের আগের সমস্ত বিজ্ঞপ্তি বাতিল করতে হবে এবং নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে। তাতে অনেক সময় লেগে যেতে পারে এবং কাজের জটিলতা সৃষ্টি হতে পারে। তাই পূর্বনির্ধারিত সূচি মেনে ভোট হবে।