মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ৩০ নভেম্বরের আগে রাজ্যে অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কোথাও ক্লাস শুরু হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন রাজ্যে পঠনপাঠন প্রক্রিয়া কবে শুরু হবে তা ঠিক হবে ডিসেম্বর মাসে। কিন্তু এর মাঝেই আগামী ২৩ নভেম্বর থেকে রাজ্যের কারিগরি শিক্ষার ক্ষেত্র অর্থাৎ আইটিআই(ITI) কলেজ খুলে দেওয়ার নির্দেশিকা জারি করা হলো।
আইটিআই অধিকর্তা সৌমেন বসু এই নির্দেশিকা জারি করে জানান, যেহেতু কলকারখানা খুলে গেছে তাই শিল্পের প্রশিক্ষণকেন্দ্র গুলি খুলতে কোনো সমস্যা নেই। মুখ্যসচিবের সাথে কথা বলে সমস্ত সুরক্ষা বিধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সৌমেনবাবু। ফলে আগামী ২৩ তারিখ রাজ্যের ১৩০ টি সরকারি এবং ২৪০ টি বেসরকারি আইটিআই কলেজের দরজা খুলে যাচ্ছে পঠনপাঠনের জন্য।