আগামী ৭২ ঘন্টায় কোচবিহারে প্রবেশ করবেন না কোনো রাজনৈতিক দলের কোনো নেতা। মাথাভাঙ্গা শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর পরে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে কমিশনের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে। কথা ছিল আগামীকাল অর্থাৎ রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচি তে ওই গ্রামে যাবেন। কিন্তু এদিন কার্যত তৃণমূলের ওই সফর বাতিল করে দেওয়া হল। যদিও এদিন শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনের রিপোর্ট জারি করেছে দুজন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিবেক দুবে এর তৈরি করার একটি রিপোর্টের ওপর ভিত্তি করে। অনেক দূরের নেতাই আগামীকাল ওই পরিবারের বাড়িতে যেতেন। তার মাঝখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় এই জন্য এই সফর কার্যত বন্ধ করে দেওয়া হল। এটাও জানানো হয়েছে, রাজনৈতিক নেতারা যদি সেই জায়গায় গিয়ে পৌঁছান তাহলে পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। এই কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করল আগামী ৭২ ঘন্টা পর্যন্ত রাজনৈতিক নেতাদের কোচবিহারে প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।