আগামী জুলাই মাস থেকে আরো ১৮টি রুটে ট্রেন চালানোর কথা ঘোষণা করে দিয়েছে পূর্ব রেলওয়ে। পূর্ব রেলওয়ে সূত্রে জানা যাচ্ছে এই সব কটি ট্রেন হতে চলেছে দূরপাল্লার ট্রেন এবং আগামী জুলাই মাস থেকে এই সমস্ত ট্রেন চালু হওয়া শুরু হবে। আপাতত সমস্ত ট্রেনের সময় রুট পরিবর্তন হচ্ছে না, কিন্তু পালন করা হবে করোনাভাইরাস বিধি। পূর্ব রেলওয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি রুটে ট্রেন চালানো শুরু করে দিয়েছে। বেশকিছু উৎসব স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেন চালু করা হবে আগামী জুলাই মাস থেকে। সুতরাং বলা যেতে পারে, পূর্ব রেলওয়ে ধীরে ধীরে আবার নিজেদের পরিষেবা পুরনো জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছে।
আগামী ৫ ই জুলাই থেকে শুরু করা হচ্ছেআসানসোল-শিয়ালদহ এক্সপ্রেস স্পেশাল, হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, মালদহ-নবদ্বীপধাম এক্সপ্রেস। ৬ জুলাই থেকে চালু হচ্ছে, নবদ্বীপ-মালদহ এক্সপ্রেস এবং আজিমগঞ্জ-হাওড়া এক্সপ্রেস। ৭ তারিখ থেকে চালু হবে লালগোলা-কলকাতা এক্সপ্রেস। এই ট্রেন চলবে সোম বুধ শুক্র এবং শনি। ৮ তারিখ থেকে চালু হবে হাওড়া-আজিমগঞ্জ, আজিমগঞ্জ-হাওড়া, হাওড়া-রামপুরহাট, রামপুরহাট-হাওড়া, হাওড়া-সিউড়ি, সিউড়ি-হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনগুলি প্রতিদিন চলবে। অবশেষে ১১ জুলাই থেকে চালু হবে আসানসোল-দিঘা এবং দিঘা-আসানসোল এক্সপ্রেস। এই ট্রেনটি চলবে শুধু রবিবার করে।
তবে এখনো পর্যন্ত এই সমস্ত ট্রেনের টিকিট বুকিং শুরু হয়নি। পূর্ব রেলওয়ে তরফে জানিয়ে দেওয়া হয়েছে খুব শীঘ্রই এই সমস্ত ট্রেনের টিকিট বুকিং শুরু হবে এবং খুব তাড়াতাড়ি আবার পূর্ব রেলওয়ে নিজের জায়গায় ফিরে আসতে পারবে।