রাজ্যের কৃষকদের জন্য এবার স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় পূর্ব রেল (Eastern Railway)। ট্রেনের নাম "কৃষক স্পেশাল" (Farmer Special Train)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, ১২ আগস্ট থেকে এই কৃষক স্পেশাল ট্রেন চালু হবে। আপাতত পরীক্ষামূলকভাবে শিয়ালদহ ডিভিশনে দুটি স্পেশাল ট্রেন চালানো হবে। প্রয়োজন অনুযায়ী আগামী দিনে এই ট্রেনের সংখ্যা বাড়ানো যেতে পারে। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, "শুধুমাত্র কৃষকদের জন্য এই রাজ্যে প্রথম ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। এমন নয় যে কোনও ট্রেন কাঁটছাট করে সেটিকে কৃষক স্পেশাল বলে চালানো হবে। এই পরিষেবার জন্য আলাদাভাবে ট্রেন চালাবে ট্রেন। প্রথমে শিয়ালদহ ডিভিশনে এই ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হলেও পরে হাওড়া ডিভিশনে এই কৃষক স্পেশাল ট্রেন চালানো হবে।"
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দুটি কৃষক স্পেশাল ট্রেনের মধ্যে একটি রানাঘাট থেকে রওনা হয়ে গেদের পর শিয়ালদহ আসবে। গেদে থেকে ট্রেন ছাড়বে ভোর ৩ টের সময়। শিয়ালদহ পৌঁছাবে সকাল ৫ টা ৪৬ মিনিটে। অন্য ট্রেনটি শান্তিপুর থেকে রওনা হয়ে রানাঘাট দিয়ে শিয়ালদহ পৌঁছাবে। এই ট্রেনটি শান্তিপুর থেকে দুপুর ১ টা ২০ মিনিটে ছেড়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে দুপুর ৩ টে ৫০ মিনিটে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, "ভোরের ট্রেনটি আপাতত গেদে থেকে ছাড়বে এবং এটি ছানা ব্যাবসায়ীদের ভোর ভোর কলকাতা পৌঁছাতে সাহায্য করবে। অন্যদিকে শান্তিপুর থেকে দুপুরের ট্রেন কৃষকদের জন্য উপযোগী হবে। এই দুটি ট্রেন গ্যালোপিং হবে। এই ট্রেনে কৃষক ও ছানা ছাড়াও সাধারণ যাত্রী উঠতে পারবেন।" প্রসঙ্গত উল্লেখ্য, এই কৃষক স্পেশাল ট্রেনে ৯ টি কামরা থাকবে এবং এতে ৪ টি ভেন্ডর কোচ থাকবে।