করোনার প্রকোপে এবারের পুজো একেবারে অন্যরকম৷ হাইকোর্টের নির্দেশে মণ্ডপে ঢোকা বন্ধ৷ এদিকে হাতে ছুটি রয়েছে অন্তত চারদিনের৷ সুতরাং– চলো দিঘা৷
হোটেল ব্যবসায়ীরা জানাচ্ছেন, দিঘা, তাজপুর ও মন্দারমণির প্রায় সমস্ত হোটেল ও লজে অর্ধেকের বেশি অগ্রিম বুকিং সারা৷ পশ্চিমবঙ্গের ভ্রমণপিপাসুদের অনেকে সপ্তমীর আগেই পৌঁছে যাবেন দিঘায়৷
এই অবস্থায় পর্যটন কেন্দ্রগুলিতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক৷ ইতিমধ্যে হোটেল মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বৈঠকও সেরে ফেলেছে প্রশাসন৷ হোটেল, লজ দিনে দু’বার করে জীবাণুমুক্ত করা, মাস্ক্ পরা বাধ্যতামূলক করা সহ সমস্ত স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার নির্দেশ জারি হয়েছে বৈঠকে৷
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.