উচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে ফোরাম অফ দুর্গোৎসব দ্বারস্থ হওয়ার পর আজ কলকাতা হাইকোর্ট কিছুটা শিথীল করল দুর্গাপুজোর কড়াকড়ি। এদিন আদালতের তরফ থেকে বলা হয়, পর্যাপ্ত সুরক্ষাবিধি মেনে এবং মাস্ক পরে মন্ডপে ঢাকিরা উপস্থিত থাকতে পারবেন। এ ছাড়াও বড় পুজোগুলির ক্ষেত্রে মন্ডপে প্রবেশের জন্য ৬০ জনের তালিকা তৈরী করতে হবে, যার মধ্যে সর্বোচ্চ ৪৫ জন একসঙ্গে প্রবেশ করতে পারবেন।
ছোট পুজোগুলির ক্ষেত্রে তালিকা ও একসঙ্গে প্রবেশের সর্বোচ্চ সংখ্যা যথাক্রমে ১৫ এবং ১০। যদিও আদালতের নির্দেশ, পুজোমন্ডপগুলি এখনও দর্শনার্থীদের জন্য 'নো এন্ট্রি জোন' হিসেবেই রাখা হয়েছে। চলতি বছরে পশ্চিমবঙ্গে সরকারি অনুদানে দুর্গাপুজো উদযাপনের বিরুদ্ধে করা জনস্বার্থ মামলায় আগেই কড়া সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ সে কড়াকড়িতে কিছুটা ছাড় দিলেও আদালতের অনমনীয় মনোভাব রাজ্যে সংক্রমণের ঢেউ আটকাতে অত্যন্ত গুরুত্বপুর্ণ বলেই মনে করছেন বহু মানুষ।