করোনার (Coronavirus) টিকাকরণে (Covid Vaccination) গতি আনতে এবার বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার (West Bengal Government)৷ করোনা সংক্রমণ হাতের নাগালে রাখতেই মূলত, আগে থেকেই সমস্ত প্রক্রিয়া সেরে রাখতে চাইছে রাজ্য সরকার।এই মর্মে ইতিমধ্যে রাজ্যের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে (Covid 19 Vaccination at Home)৷
তবে কাদের ক্ষেত্রে মিলছে এই সুবিধা? জানা যাচ্ছে, যাঁরা এখনও টিকার (Covid 19 Vaccine) প্রথম ডোজ কোনও কারণে নেননি অথবা শয্যাশায়ী থাকার কারণে টিকা পাননি, তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ রাজ্য সরকারের।
জাতীয় স্বাস্থ্য মিশনের শীর্ষ কর্তা এবং সচিব সৌমিত্র মোহন বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের কর্মসূচি শুরু করার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছেন (Covid 19 Vaccination at Home)৷ টিকাকরণের গুরুত্ব বোঝাতে প্রতিদিনই চলছে প্রচার। ইতিমধ্যেই, বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন না পাওয়া অসুস্থ ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করেছেন আশা কর্মীরা।
সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্যের সচিব সৌমিত্র মোহন একটি নির্দেশিকা জারি করেছেন। তাতে সমস্ত জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বাড়ি-বাড়ি যাওয়ার জন্য স্বাস্থ্য-আশা কর্মীদের নিয়ে দল গঠন করতে বলা হয়েছে। কলকাতা পুরসভাকেও একই নির্দেশ পাঠানো হয়েছে৷ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এখনও পর্যন্ত দু’টি ডোজ মিলিয়ে প্রায় ৭.৪ কোটি মানুষ টিকা পেয়েছেন।