করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কোনোরকম গুজব ছড়ানো হলে সেগুলিকে রোখার জন্য রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিল এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রতিটি রাজ্যকে ইতিমধ্যেই এই মর্মে চিঠি পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। উল্লেখ্য, ১৩ জানুয়ারি থেকে সারাদেশে শুরু হয়ে গিয়েছে গণ টিকাকরণ। প্রথম দফায় চিকিৎসক সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা করন করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সোমবার পর্যন্ত ১৬ লক্ষের বেশি করোনা যোদ্ধা টিকা গ্রহণ করেছেন। কিন্তু, এই বিরাট যজ্ঞের মাঝখানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বেশ কিছু ভ্যাকসিন সংক্রান্ত গুজব খবর। অন্যদিকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরে, অনেকের আবার মৃত্যু হয়েছে। তাই সব কিছু মিলিয়ে এই ভ্যাকসিন নিয়ে বেশ চিন্তায় বর্তমানে সাধারণ মানুষ। তাই এই মুহূর্তে এই ধরনের গুজব ছড়িয়ে পড়া বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন্দ্র একাধিকবার ইতিমধ্যেই জানিয়েছে, যাদের মৃত্যু করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করার পরে হয়েছে, তাদের সাথে এই ভ্যাকসিন এর কোন যোগাযোগ নেই। তাদের মৃত্যুর কারণ সম্পূর্ণরূপে আলাদা এবং যে দুটি করোনা ভ্যাকসিন ভারতের কাছে রয়েছে সেই দুটি সম্পূর্ণরূপে নিরাপদ। এই দুটি ভ্যাকসিন শরীরের কোনো রকম ক্ষতি করছে না। কিন্তু কেন্দ্রের এই ঘোষণার পরেও অনেক গুজব খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রয়েছে। ওই সমস্ত খবর মানুষকে ভুল পথে সঞ্চালিত করছে বলেও মত বিশেষজ্ঞদের। তাই এই মর্মে রাজ্যগুলিকে চিঠি দেওয়া হয়েছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের গুজব বন্ধ করা যায়। এই ভ্যাকসিন নিয়ে অযথা যাতে আতঙ্ক না ছড়ায় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তরফে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, যদি কোন সংস্থা ভ্যাকসিন নিয়ে এরকম ভুয়া কোন খবর ছড়ায় তাহলে কিন্তু তাদের শাস্তি হতে পারে।