পুজো আর কয়েকদিনের অপেক্ষামাত্র। এরমধ্যেই শেষমুহুর্তের কেনাকাটায় দোকানগুলিতে ভিড় করছেন সাধারণ মানুষ। আর সেটাই সবচেয়ে বড় আশঙ্কার কারণ। এ রাজ্যে একদিনে সাড়ে তিনহাজার মানুষ করোনাতে আক্রান্ত হয়েছে। পুজোর পর এই সংখ্যাটা দৈনিক আরও বাড়বে বলে মনে করছেন চিকিৎসকেরা। নার্সিংহোম গুলিতে এমনিতেই করোনার জন্য বেডের সংখ্যা হ্রাস পেয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৬ জন। রাজ্যে মোট ৫৮টি নার্সিংহোম এবং হাসপাতাল আছে, যেখানে করোনার চিকিৎসা হয়। এর মধ্যে ২১ টি হাসপাতাল ও নার্সিংহোম এ বেড নেই। নার্সিংহোম থেকে আক্রান্তদের বলা হচ্ছে হাসপাতালে যেতে। হাসপাতালে ৬০ শতাংশ বেড খালি আছে। কলকাতা ও জেলা থেকে আসা আক্রান্তরা তবু ভর্তি হচ্ছে নার্সিংহোম গুলিতেই।
এদিকে সরকারী রেকর্ড অনুযায়ী সংক্রমণের শীর্ষে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগণা। কোভিড কমিটির বিশেষজ্ঞ বি শতপথি জানিয়েছেন, দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গে মহামারীর আকার ধারণ করতে পারে করোনা। এ বিষয় নিয়ে তাদের সরকারের সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান। সংক্রমণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী কে একটি চিঠিও দিয়েছেন এ রাজ্যের চিকিৎসকেরা।