কাশীপুরের বিজেপি (BJP) যুবনেতা অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যুতে ক্রমশ বাড়ছে চাপানউতোর। দেহ কোথায় ময়নাতদন্ত হবে সে নিয়ে গতকাল শাসক-বিরোধী দলে কম বিতর্ক হয়নি। এরমধ্যেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ করলেন চাঞ্চল্যকর মন্তব্য। তিনি এদিন বলেন, রাজ্য সরকার আগে থেকেই ময়নাতদন্তের রিপোর্ট লিখে রাখে। শুধুমাত্র ডাক্তারকে দিয়ে সইটা করিয়ে নেন।
কাশীপুরের বিজেপি যুবনেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর পর রাজ্যের বিজেপি নেতৃত্ব একের পর এক তোপ দেগেছেন। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআই তদন্তের দাবি করেছেন। অর্জুন চৌরাসিয়া এলাকার সক্রিয় বিজেপি কর্মী ছিল বলেই বেঘোরে প্রাণ দিতে হয়েছে, বলেছেন তাঁর পরিবারের লোকজন। এমন অবস্থায় দিলীপ ঘোষের এই মন্তব্য শাসকদলকে কিছুটা বিড়ম্বনায় ফেলবে বলাই বাহুল্য।
মৃত বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত হবে আলিপুর কম্যান্ড হাসপাতালে। আরজিকর হাসপাতালে নয়। এই সিদ্ধান্তের পর শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গোটা বিষয়টি নিয়ে একের পর এক তোপ দেগেছেন। তারপরও অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত আলিপুর কম্যান্ড হাসপাতালেই হচ্ছে। এরপরেই শাসক-বিরোধী চাপানউতোর বাড়তেই থাকে।
দিলীপ ঘোষ আরও অভিযোগ করেছেন, কেবল ময়নাতদন্ত নয়, পুলিশ এফআইআর পর্যন্ত ওরা লিখে দেয়। আদালত যে রায় দেবে সেটাও পার্টি লিখে দেবে। এর আগে অভিজিৎ সরকার হত্যার ঘটনায় একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্টে কিছুই হয়নি। এবারেও তাই হত। কম্যান্ড হাসপাতাল থেকে ময়নাতদন্ত হলে ঠিকঠাক রিপোর্ট আসবে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।