দেবাঞ্জন দেবের (Debanjan Deb)কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। প্রশাসনের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে দেবাঞ্জন কি করে মানুষকে প্রতারিত করত তা দেখেই চক্ষু চড়কগাছ সকলের। এর মধ্যেই ভুয়ো ভ্যাকসিন কান্ড ইস্যুতে লেগেছে রাজনীতির রং। শাসকদল ও বিরোধীপক্ষ কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। কিছু বিজেপি নেতা দাবি করেছেন যে সমস্ত ঘটনার পিছনে মদত ছিল তৃণমূলের নেতাদের। আবার এই পরিস্থিতিতে দেবাঞ্জন কাণ্ডের জন্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) দায়ী করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি দিলীপ ঘোষের বিরুদ্ধে কটাক্ষ করে দেবাঞ্জন কাণ্ডে বিজেপির (BJP) গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেছেন, "দীলিপবাবু বলছেন জেলায় জেলায় দেবাঞ্জনরা রয়েছেন। কোথায় কোথায় রয়েছে তার তালিকাও নাকি ওদের কাছে রয়েছে। আসলে ওনারাই তো দেবাঞ্জনদের মত মানুষদের ঢুকিয়েছেন। তাই ওদের জানারই কথা। ওদের জেরা করলে সবার নাম জানা যাবে।" এছাড়াও তিনি বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে যাতে এহেন অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের খুব তাড়াতাড়ি ধরা যায়।
মদন মিত্রের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মদন মিত্রকে "জোকার" বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, "পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ কয়েকজন জোকার আছেন তাঁদের মধ্যে উনি একজন। উনি কি বললেন, তাতে গুরুত্ব না দেওয়াই ভালো। ওটা নিয়ে ভাবনার কোন জায়গা নেই। উনি রাতে বলেছেন না দিনে, সেটাও তো আবার ভেবে দেখতে হবে।" পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সকলের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানিয়েছেন।