রাজ্যে (West Bengal) মাত্রাছাড়া হারে বেড়ে চলেছে করোনা মহামারীর সংক্রমণ। ইতিমধ্যেই নতুন সংক্রমণের তালিকায় বাকি রাজ্যগুলিকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বাংলা। এহেন পরিস্থিতিতে টুইট বার্তায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ নিক্ষেপ করলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
এদিন তিনি রাজ্যের করোনা সংক্রমণের একটি গ্রাফ পোস্ট করে টুইট (Tweet) করেন। তাতে লেখেন, ‘অবশেষে সবকটি রাজ্যকে পিছনে ফেলে সমগ্র দেশের মধ্যে শীর্ষে পৌঁছে গেল পশ্চিমবঙ্গ! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় কোভিডে এগিয়ে বাংলা’। ছবিতে দেখা যায়, ১২ জানুয়ারি অনুযায়ী যেখানে মহারাষ্ট্র (Maharashtra) এবং দিল্লির (Delhi) পজিটিভিটি রেট ২২.৩৯ শতাংশ এবং ২৩.১ শতাংশ, সেখানে পশ্চিমবঙ্গের পজিটিভিটি রেট ৩২.১৮ শতাংশ।
উল্লেখ্য, বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কোভিড রুগীর সংখ্যা ১,১৬,২৫১ জন। একদিনে যা বেড়েছে ১৪,০১৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। বড়দিন উপলক্ষে কলকাতার রাস্তায় কার্যত জনজোয়ার লক্ষ্য করেছিল বঙ্গবাসী। এরপরেই রাজ্যে সংক্রমণের মাত্রা নাটকীয়ভাবে বাড়তে থাকে। অন্যদিকে, ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েও এবারের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) রদ করেনি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মেলায় পুন্যার্থী সমাগম হলে সংক্রমণের হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। পাশাপাশি আজ করোনা পরিস্থিতি নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।