যদিও ভারতীয় জনতা পার্টি থেকে কোন কেন্দ্রে প্রার্থী করেনি, তবুও এবারে বাংলা রাজনীতিতে সবথেকে আলোচ্য এবং গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব হয়ে উঠেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার একেবারে 'রগড়ে' দেওয়ার মেজাজে। দিন কয়েক আগে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের লেখা একটি গান সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সেই গানে বলা ছিল, "আমি অন্য কোথাও যাবো না, আমি এই দেশেতেই থাকবো।" এই গানে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায় সহ আরো অনেকে। এবারে দিলীপ ঘোষ এই গান নিয়ে তার মতামত দিলেন। তিনি বললেন, "শিল্পীদের বলছি, আপনারা নাচুন, গান করুন। রাজনীতিটা আমাদের জায়গা। এটা আমাদের ছেড়ে দিন। না হলে কিন্তু আমি রগড়ে দেব।"
আদতে কি বলতে চাইলেন দিলীপ ঘোষ? জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ উত্তর দিলেন, "ওরা জানে আমি কিভাবে রগড়াই।" এছাড়াও শনিবার বঙ্গভূষণ এবং বঙ্গ বিভূষণ পুরস্কার নিয়ে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বললেন, "যারা পুরস্কার পান কিছু না কিছু কৃতিত্ব থাকে। অনেক সময় আবার পাইকারি দরে বিলি করা হয় এই পুরস্কার। আবার অনেক সময় নেপথ্যে রাজনৈতিক কারণ থাকে। অনেকে পুরস্কার ফেরত দেন। কিন্তু পুরস্কারের অর্থ ফেরত দেন এরকম কিন্তু আমি কোনদিন শুনিনি।" এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু নিয়ে দিলীপ ঘোষ বললেন, "আমরা কখনও ডেডবডি হাইজ্যাক করিনা। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধার্থ শংকর রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন কাউকেই ছাড়েনি। এই ধরনের রাজনীতি বিজেপি করে না।"
একইসাথে বুদ্ধিজীবীদের একহাত নিলেন দিলীপ। দিলীপ ঘোষ বললেন, বুদ্ধিজীবীদের শুধুমাত্র সমালোচনা করার অধিকার রয়েছে, কিন্তু কিছু করার দায়িত্ব নেই। এরা হঠাৎ করে আসেন, আবার হঠাৎ করে গায়েব হয়ে যান। সমস্যা হলে আবার জামা বদলে নেন। তাই বুদ্ধিজীবী শব্দটি কিন্তু এদের সাথে একদমই খাটে না। এরকমটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি তথা পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।