জেপি নাড্ডার গাড়িতে হামলা এবং রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনার জন্য ১৪ ডিসেম্বর দিল্লিতে ডাক দেওয়া হয়েছিল মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্রকে। কিন্তু রাজ্যের তরফে জানানো হয়েছে ‘যাওয়া সম্ভব নয়’। আর এই চিঠি পাল্টা চিঠির মধ্যে রাজ্যের অবস্থান নিয়ে রাজ্যকে বিদ্রুপ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন এবং মোহনপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ। দিনের শেষে সাংবাদিক সম্মেলন করে বললেন, “ওখানে যাওয়ার মতো মুখ নেই। কালো মুখ নিয়ে কিকরে যাবে? রাজ্যে কাউকেই সুরক্ষা দেওয়া যাচ্ছে না। তাই লজ্জায় যেতে পারছেন না ওঁরা।”