রাজ্য সরকার ভোটের আগে জনগনকে নিজেদের দিকে টানতে ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প ঘোষণা করেছিল। এই প্রকল্প অনুযায়ী আগামী ২মাসের মধ্যে পঞ্চায়েত ও পুরসভা এলাকায় মোট চার দফায় প্রায় ২০ হাজার শিবির খুলে সাধারণ মানুষের অসুবিধা-অভাব অভিযোগের কথা জানবেন সরকারের প্রতিনিধিরা। গত মঙ্গলবার থেকে কাজও শুরু হয়ে গেছে এই প্রকল্পের।

এই প্রকল্পের পাল্টা প্রকল্প ঘোষণা করলো রাজ্য বিজেপি। ‘আর নয় অন্যায়’ স্লোগান নিয়ে রাজ্যবাসীর দরজায় দরজায় পৌঁছে যাওয়ার কথা ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ‘আর নয় অন্যায়’ স্লোগান নিয়ে আগেও মানুষের কাছে পৌঁছেছে বিজেপি। কিন্তু এবার একেবারে বুথ ধরে ধরে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করে মানুষকে তৃণমূলের অন্যায়ের বিষয়ে সচেতন করবেন বিজেপি কর্মীরা। আগামী ৫ তারিখ থেকে শুরু হওয়া এই অভিযানে ১ কোটি বাড়িতে পৌঁছে যাওয়ার টার্গেট বিজেপির। এই বিষয়ে দিলীপ ঘোষ বললেন, “তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে দুয়ারে দুয়ারে লিফলেট নিয়ে পৌঁছে যাবো আমরা। মানুষকে সচেতন করার চেষ্টা করবো।”