বীরভূমের মল্লারপুর থানায় পুলিশি হেফাজতে থাকাকালীন ১৫ বছরের কিশোরের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে মোবাইল চুরির অভিযোগে ওই কিশোরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অভিযোগ উঠছে, থানায় পুলিশের অতিরিক্ত মারধরের ফলেই মৃত্যু হয়েছে ছেলেটির। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে ১২ ঘণ্টার বনধের দাবি তুলেছে বিজেপি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, থানার হেফাজতে থাকা অবস্থায় কিশোরের মৃত্যু কিভাবে হল সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হোক। যদিও, পুলিশ সুপারের দাবী, থানার মধ্যেই বাথরুমে আত্মহত্যা করেছে কিশোরটি। তবে কেন একজন নাবালককে পুলিশ থানার মধ্যে মারধর করেছে সেই বিষয়ে জবাবদিহি করতে হবে থানাকে, এমনটাই দাবি উঠছে। সব মিলিয়ে আবহাওয়া থমথমে বীরভূমের মল্লারপুরে।