মূক এবং বধির এক তরুণীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর্, নিগৃহীতা তরুণীর বাড়ি অশোকনগরের সেনডাঙা এলাকায়। বছর উনিশেকের ঐ তরুণী মূক এবং বধির ছিলেন। জানা গিয়েছে, গত ৫ নভেম্বর সন্ধ্যাবেলায় তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, সেই সময় সেলিম মণ্ডল নামে তাঁদের এক প্রতিবেশী যুবক তাঁকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ৬ তারিখে অশোকনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন তরুণীর পরিবার।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অশোকনগর থানার পুলিশ। পাশাপাশি তরুণীর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। ঘটনায় অভিযুক্ত সেলিমকে আজ গ্রেফতার করা হয়। তাকে আদালতে তোলা হয়েছে। ধৃতের পুলিশি হেফাজতের দাবী জানানো হয়েছে আদালতে।